ফেইসবুক দিয়ে যারা ব্যবসা পরিচালনা করেন তাদের সকলের কাছেই পেইক লাইক বিষয়টা পরিচিত। পেইজ লাইক খুব ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে এ বিষয় টি জানেন না। আজকে আমরা এটি নিয়ে স্বল্প পরিষরে আলোচনা করব।
যদিও ফেইসবুক লাইক যারা দেন তারা কিন্তু সব সময় আপনার পেইজে ঘুরতে আসেন না। কিংবা ফেইসবুক ও তাদের কাছে আপনার সব পোস্ট পৌছে দেয় না। বিভিন্ন রিপোর্ট মোতাবেক মাত্র ১% লাইক দেওয়া মানুষ কোনো ফেইসবুক পেইজে পুনরায় ঘুরতে আসে।
তাহলে ফেইসবুক পেইজ লাইক কেন গুরুত্বপূর্ণ?
দুটো কারণে ফেইসবুক পেইজ লাইক গুরুত্বপূর্ণ।
১. আপনার পেইজের গ্রহনযোগ্যতা বাড়াতেঃ স্বাধারণত একটা পেইজে যদি কোনো মানুষ এসে দেখে কোনো লাইক নেই, তাহলে তারা পেইজ টি ফেইক ও মনে করতে পারেন। আবার অনেকে এসব পেইজ থেকে অর্ডার করতে চান না। তাই গ্রহনযোগ্যতা বাড়াতে পেইজ লাইক প্রয়োজন।
২. আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতেঃ আপনার যদি একটা পেইজ থাকে, আর সেই পেইজে যদি ধরুন ১০ হাজার লাইক থাকে, তাহলে আপনি যখন সেই পেইজ থেকে একটা বিজ্ঞাপন দিবেন, তখন আপনি যারা লাইক দিয়েছে ওদের কে টার্গেট করতে পারবেন। এতে আপনার পেইজে বিজ্ঞাপন দেয়ার খরচ টাও কমে যাবে। কারণ যারা আপনার পেইজে লাইক দিয়েছেন, তারা কোনো না কোনো ভাবে আপনার পেইজ টি পছন্দ করেন বা আপনার প্রোডাক্ট গুলো তাদের ভালো লাগে। তাহলে আপনি বিজ্ঞাপন দেয়ার সময় যদি ১ লক্ষ মানুষ কে টার্গেট না করে আপনার পেইজ লাইক করা ১০ হাজার মানুষ কে টার্গেট করেন, খরচ কমে গেল না?
আশা করি যারা জিজ্ঞেস করেন পেইজ লাইক কেন দরকার, তারা উত্তর টা পেয়েছেন। ধন্যবাদ।